ধুলো ঝেড়ে, সোঁদা ঘাসে পেতেছি মাদুর ...

সৌজন্যের অভ্যাস আর শান্তিতে বিশ্বাস থাকলে যেকোনো মহল্লার যেকোনো প্রাপ্তমনস্ক ছেলে বা মেয়েই এই মাঠে খেলতে পারবে। খেলার ডাক না দিতে পারলেও অংশগ্রহণের জন্য আসতে কারো জন্য কোনো বাধা-নিষেধ বা রেষারেষি নেই। হোক খেলা, তবু সব খেলারও তো কিছু নিয়মনীতি আছে, তাই না? স্বাধীনতার একটা যমজ ভাই আছে, নাম দায়িত্ব। সেমতে, নীতির ওপর আস্থা রাখা গেলে নিয়মের ভার নিশ্চয়ই বেশি একটা কঠিন হবে না। আর, প্রয়োজনে কখনো বল/ব্যাট/গার্ডার/গ্লভস জাতীয় জিনিসপত্তর খেলোয়াড়ের নিজের ঘর বা গাঁট থেকে নিয়ে আসতে হ'তে পারে। তবে, সুঁই-আলপিন-ছুরি-চাকু-ইট-পাথর-ডাণ্ডা বহন ভীষণভাবে নিষিদ্ধ!

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

[হিজরতপূর্ব] একপংক্তিকা -দুই

চাকর! চা কর!!

[একে তো বেশি কম শব্দে পোস্ট হয়ই না এখানে, তার ওপর আবার সিঙ্গেল লাইন পোস্টের ব্যাপারে কথা যখন উঠেছিল, তখন তেমন কোনো সুনির্দিষ্ট নীতির আভাস পাওয়া যায়নি মডুগণের কারো কাছ থেকেসর্বোপরি এমন নৈমিত্তিক (জানি না- এই শব্দে 'ক্যাজুয়াল'এর পুরো অর্থ পাওয়া যায় কি না) কথায় পোস্ট বানানো বাতুলতাও মনে হ'তে পারে অনেকের কাছেইএসব মিলিয়ে নিয়েআর, মডারেটরদের কাছে এখান থেকে মডারেশনের জন্য পাঠালে ব্যাপারটা পরিষ্কার হবে কি না (হঠাত্ ভুলক্রমে হয়েছে ব'লেও মনে হ'তে পারে!)- সে-বিষয়েও কেন যেন দ্বিধা লাগছে একটু! তাই, সেটা না ক'রেই এই মুচলেকা-সমেত পোস্ট দিচ্ছি,- যদি মডারেটর কেউ এটাকে অযোগ্য মনে করেন বা নিরুত্সাহিতও করতে ইচ্ছা করেন এরকম অপ্রতুলতা, তবে আমাকে একটু টোকা দিয়ে পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে শুধু আমার ব্লগে ঠেঁকিয়ে দিলেও অনুযোগ থাকবে না কোনো আর, এই এতক্ষণের বলাবলিটাই যদি বাতুলতা বা আদিখ্যেতা হয়ে থাকে বরং, তবে তো আর কিছু বলার বা করার নেই, তবে তো ঠিকই আছে, অন্তত বিষয়টা সম্পর্কে পরিষ্কার তো হওয়া যাবে
আর, অফিসে সকালবেলার বাস্তবতায় এই একপংক্তিকা মাথায় এলেও 'চাকর' শব্দটাকে সাহিত্য-খাতিরে দেখার অনুরোধ রইলোএটাকে আপত্তিকর হিসেবে নেবেন না কেউ- এই আশাই থাকলোআমাদের অফিসে যারা চা করে, তাদেরকে 'চাকর' ডাকি না আমরা- তা তো বুঝতেই পারেন]
নিজেই একটু চিন্তান্বিত আছি পোস্টের ভালোমন্দ

(আদি পোস্টাইম @সচলায়তন: ২০০৯-১০-০১ ০৮:৫১)

কোন মন্তব্য নেই: