ধুলো ঝেড়ে, সোঁদা ঘাসে পেতেছি মাদুর ...

সৌজন্যের অভ্যাস আর শান্তিতে বিশ্বাস থাকলে যেকোনো মহল্লার যেকোনো প্রাপ্তমনস্ক ছেলে বা মেয়েই এই মাঠে খেলতে পারবে। খেলার ডাক না দিতে পারলেও অংশগ্রহণের জন্য আসতে কারো জন্য কোনো বাধা-নিষেধ বা রেষারেষি নেই। হোক খেলা, তবু সব খেলারও তো কিছু নিয়মনীতি আছে, তাই না? স্বাধীনতার একটা যমজ ভাই আছে, নাম দায়িত্ব। সেমতে, নীতির ওপর আস্থা রাখা গেলে নিয়মের ভার নিশ্চয়ই বেশি একটা কঠিন হবে না। আর, প্রয়োজনে কখনো বল/ব্যাট/গার্ডার/গ্লভস জাতীয় জিনিসপত্তর খেলোয়াড়ের নিজের ঘর বা গাঁট থেকে নিয়ে আসতে হ'তে পারে। তবে, সুঁই-আলপিন-ছুরি-চাকু-ইট-পাথর-ডাণ্ডা বহন ভীষণভাবে নিষিদ্ধ!

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০১০

[হিজরতপূর্ব] মিথ্যেপ্রেম ০২, অথবা কবি-তা ১৩ (তাই বুঝি অপয়া!)

<'> কী যে নরম!
>'<
কী?
<'>
এই দু'হাত
>'<
তাতে হ'লোটা কী?!
<'>
আদর, শান্তি, আর আরামশত জীবনেও ভুলবো না


>'< কতো কঠিন!
<'>
কী?
>'<
এই কপাল
<'>
ব্যথা পেলে না কি?
>'<
পাবো, তুমি আমি আমরামা তো জীবনেও মানবে না

(আদি পোস্টাইম @সচলায়তন: ২০০৯-১০-২৪ ০০:৪৩)

কোন মন্তব্য নেই: