ধুলো ঝেড়ে, সোঁদা ঘাসে পেতেছি মাদুর ...

সৌজন্যের অভ্যাস আর শান্তিতে বিশ্বাস থাকলে যেকোনো মহল্লার যেকোনো প্রাপ্তমনস্ক ছেলে বা মেয়েই এই মাঠে খেলতে পারবে। খেলার ডাক না দিতে পারলেও অংশগ্রহণের জন্য আসতে কারো জন্য কোনো বাধা-নিষেধ বা রেষারেষি নেই। হোক খেলা, তবু সব খেলারও তো কিছু নিয়মনীতি আছে, তাই না? স্বাধীনতার একটা যমজ ভাই আছে, নাম দায়িত্ব। সেমতে, নীতির ওপর আস্থা রাখা গেলে নিয়মের ভার নিশ্চয়ই বেশি একটা কঠিন হবে না। আর, প্রয়োজনে কখনো বল/ব্যাট/গার্ডার/গ্লভস জাতীয় জিনিসপত্তর খেলোয়াড়ের নিজের ঘর বা গাঁট থেকে নিয়ে আসতে হ'তে পারে। তবে, সুঁই-আলপিন-ছুরি-চাকু-ইট-পাথর-ডাণ্ডা বহন ভীষণভাবে নিষিদ্ধ!

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০১০

[হিজরতপূর্ব] অ্যাবসার্ড এইসব ব্লগরিতা

-: কী চাই?
:- সুখী হ'তে?
-: কী চাই সুখী হ'তে?
:- কী চাও?
-: সুখী হ'তে!
:- আর?
-: আর চাই উত্তরজবান আর জবাব
:- কীসের?
-: সুখেরআর আপাতত প্রশ্নের
:- সুখ এক আপাত অবস্থা মাত্রপ্রকৃত অন্যনা?
-: হুম্?
:- সুখ মানে নিজে নিজে সুখী সুখী ভাবা, বড়জোর কারো সাথে সুখ সুখ খেলা
-: ভিতরে ছেঁড়া রেখেও তো বাইরে সুদৃশ্য থাকা যায়! যায় না?
:- ব্যক্তিগত রুচি আর পছন্দের ব্যাপার বোধ করিআর জানি- ছেঁড়া, সে ছেঁড়া-ই নিজের কাজের দাগ না রেখে চ'লে যায় বলো কোন্ আর সেলাই?
-: তবে? তবু! তবু, দুঃখের অনুভূতি-হীনতাও কি হীনতা না? দীনতা না চরম?
:- কী চাও? ঐশ্বর্য? না সুখ?
-: কতোবার বলবো আর? সুখসুখসুখ
:- হুম্! তুমি কী ভাবো? কীভাবে?
-: ঘর? সংসার? হ্যাঁ?
:- 'তেও পারে হ'লে!
-: ওটা হ'তে কী লাগে? কতো লাগে? নিদেন চারটে দেয়ালএই তো! না?
:- এই! আর কিচ্ছু না?
-: আর, কী? আয়না চাই? আয়না!
:- বিছানা বললে না! বিছানা নেবে না?
-: সহবাসের আসবাব? নাকি জঙঢাকা আসবাবের কাঠামোর ফাঁক গ'লে রঙমাখা বসবাস?
:- তবে? শুধু কি সহবাস?
-: ওহ্, হ্যাঁঘুম, সঙ্গম, আর ঘুমআর হ্যাঁ, স্বপ্নেরও শুধু জৈবিক নিরাপদ অংশটুকু, যা শুধু ঘুমেই দেখা যায়
:- ও আর এমন কী?
-: কিছু না? কিছু নাস্বপ্নদোষের দোষটুকু খালন হয়ে, রে যাওয়া, বেঁচে থাকা বেজে থাকা ঘুমের-স্বপ্নটুকু শুধুঅন্ন গ্রহণ আর অন্য বর্জনের মতোই ‌'স্বাভাবিক' 'লে অনুমোদিত যেটুকুআর, নিদানকালে ...
:- নাহ্শেষের কথা ব'লো নাশুরু করোশুরু বলো
-: ওই তো! আর বেশি কী?
:- কিছু নাকিচ্ছু না!
-: তবে, কী?
:- কিছুই না?! ভয় দেখাচ্ছো?
-: নাহ্, পাচ্ছিভীষণ!
:- হ্যাঁ?
-: না, চিনি না
:- জানি নাবললাম তো, বলছি তো, না!
-: জানি নাচিনি না
:- চিনি নাচাই না!
-: চাই না?! কী?!
:- কিচ্ছু না
-: নাহ্চাই নানা!

(আদি পোস্টাইম @সচলায়তন: ২০১০-০৫-২৫ ১৫:৩৭)