ধুলো ঝেড়ে, সোঁদা ঘাসে পেতেছি মাদুর ...

সৌজন্যের অভ্যাস আর শান্তিতে বিশ্বাস থাকলে যেকোনো মহল্লার যেকোনো প্রাপ্তমনস্ক ছেলে বা মেয়েই এই মাঠে খেলতে পারবে। খেলার ডাক না দিতে পারলেও অংশগ্রহণের জন্য আসতে কারো জন্য কোনো বাধা-নিষেধ বা রেষারেষি নেই। হোক খেলা, তবু সব খেলারও তো কিছু নিয়মনীতি আছে, তাই না? স্বাধীনতার একটা যমজ ভাই আছে, নাম দায়িত্ব। সেমতে, নীতির ওপর আস্থা রাখা গেলে নিয়মের ভার নিশ্চয়ই বেশি একটা কঠিন হবে না। আর, প্রয়োজনে কখনো বল/ব্যাট/গার্ডার/গ্লভস জাতীয় জিনিসপত্তর খেলোয়াড়ের নিজের ঘর বা গাঁট থেকে নিয়ে আসতে হ'তে পারে। তবে, সুঁই-আলপিন-ছুরি-চাকু-ইট-পাথর-ডাণ্ডা বহন ভীষণভাবে নিষিদ্ধ!

মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০১০

[হিজরতপূর্ব] মিথ্যেপ্রেম ০১

>'< মানুষ দেখতেছে কিন্তু!

<'> দেখুক!

>'< লাজলজ্জার মাথা খাইছো একেবারে!

<'> আজকে আর কিচ্ছু তো খাইনাই এখনও!

>'< কী চাও? উফ্, একটু তো ছাড়ো!


<'> জানো না কী চাই?! একটা যদি পাই, অমনি ধ'রে গাপুস-গুপুস খাই।

>'< হুঁহু! ওই পুঁটিমাছই খাও।

<'> নাহ্, পানতা খাবো।

>'< পানতাভাত?!

<'> না, চুমু।

>'< নাহ্, এখন না। ধুর!

<'> না, তোমার দিতে হবে না, আমিই নিয়ে নিতেছি। হুম।

>'< উমমম! হ্যাঁ, এখন হইছে। আর না। নির্লজ্জ লাগে এইভাবে!

<'> ধ্যাত্তেরিকা! ডে-লাইট সেভিংয়ের খ্যাঁতায় আগুন!

>'< ওইখানে কী আবার?

<'> কী আবার! ঘড়িতে বাজে সাড়ে সাত-টা, অথচ দ্যাখো কেমন বাজে বেহায়া একটা আলো চারপাশে!

>'< ওহ্! হ্যাঁ, এইটা আসোলেই ক্যামন জানি হইলো!

<'> সন্ধ্যাও হয় না, মানুষের ড্যাবড্যাব সন্দেহচোখগুলাও একটু অন্যদিকে সরে না। একবার একটু দেখে ফেললো দুইটা ছেলেমেয়ে ঘনিষ্ঠ ব'সে আছে বা একজন আরেকজনরে ধ'রে আছে, তাইলেই হয়ে গ্যালো! ছাপ মেরে লেগে থাকে এক্কেবারে। ওই চোখগুলা দেখলে মনে হয়- এমন কিছু ব্যাপার পৃথিবীতে ছিল কোথাও, সেইটা তারা জানতোই না কোনোভাবে, এমন অবাক হয়ে রাজ্যের বিস্ময় আর 'আমরা দেখতেছি' ভাব নিয়ে তাকায়া থাকে ওই বোকাোাগুলা, যে তাদের জন্ম য্যান্ মা-বাপ থেইক্যা হয়নাই!

>'< ইশ্! কী কথা!

<'> বলো- আহা কী দুঃখ!

>'< আহালে আমাল বাবুসোনা-টা!

<'> কাল রাতে একটা বই পড়তেছিলাম। মজা ক'রে লেখা। একদম সস্তা না, আবার অতো ভারিও না। মিষ্টি মিষ্টি।

>'< হুঁ, তো?

<'> প্রেমিকা প্রেমিককে বলতেছিলো- পরিকল্পনা করতেছিলো- একদিন আমরা সারাদিন আর কিছু না খেয়ে খালি চুমু খেয়ে থাকবো, হ্যাঁ!

>'< ইয়াক! বমি পাবে সারাদিনই!

<'> তাই না কি? এমনই ঘেন্না!

>'< ঘেন্না না হইলেই কী? তাই ব'লে সারাদিন খালিপেটে খালিচুমু! কী বিশ্রী আইডিয়া! তোমার আবার হেব্বি মনেও ধরছে এইটা! ঠিকই আছে, দ্যাট মেকস সেন্স।

<'> ভালো হইছে।

................................

................................

>'< কী হইলো আমার বোড়ো চণ্ডীদাসের? এমন থম্ মাইরা থাইমা গ্যালা ক্যান্?

................................

>'< আরে, হইলোটা কী!

<'> হয়নাই কিছু, স্কুটার যে থামছে, দেখছো না? এইবার নামো।

>'< আগে হাঁড়িমুখ ঠিক করো তোমার। মুড ঠিক না হইলে আমি নামতেছি না।

<'> তোমার বাসায় ফিরতে হবে না? সন্ধ্যা তো হয়েই গ্যাছে।

>'< ওহ্, এই তো, তোমার সন্ধ্যা আসছে, তোমার অন্ধকার আসছে। এইবার মুখের অন্ধকারটা মোছো, প্লিজ।

(আদি পোস্টাইম @সচলায়তন: ২০০৯-০৬-২৫ ১০:৫৪)

কোন মন্তব্য নেই: